দায়-অস্বীকার

স্বাগতম Cric Too-তে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।

তথ্যের সঠিকতা

Cric Too-তে প্রকাশিত সকল তথ্য ক্রিকেট ও ক্রীড়া বিষয়ক নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হয়। তবে আমরা শতভাগ নির্ভুলতা নিশ্চিত করার চেষ্টা করলেও কোনো তথ্য অসম্পূর্ণ, ভুল বা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। প্রকাশিত তথ্য ব্যবহারের সম্পূর্ণ দায়ভার ব্যবহারকারীর নিজের।

বাহ্যিক লিঙ্ক

আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিঙ্ক বা বাহ্যিক ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। আমরা সেই সাইটগুলোর কনটেন্ট, নীতি বা সেবার জন্য দায়ী নই। ব্যবহারকারীরা বাহ্যিক লিঙ্কে ভিজিট করার সময় নিজ দায়িত্বে করবেন।

বিজ্ঞাপন

Cric Too-তে Google AdSense এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কের বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে। এসব বিজ্ঞাপনের কনটেন্ট সম্পূর্ণভাবে বিজ্ঞাপনদাতার দায়িত্ব, এবং এ বিষয়ে আমরা কোনো দায়ভার নেব না।

কপিরাইট

আমরা অন্যের কপিরাইটকে সম্মান করি। যদি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কোনো কনটেন্ট আপনার কপিরাইট লঙ্ঘন করে থাকে, অনুগ্রহ করে আমাদেরকে umarhoque02@gmail.com ঠিকানায় জানান। আমরা দ্রুত বিষয়টি সমাধানের জন্য পদক্ষেপ নেব।

দায়-অস্বীকার

  • Cric Too-তে প্রকাশিত তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রদান করা হয়।
  • এই তথ্যের ভিত্তিতে নেওয়া যেকোনো সিদ্ধান্তের জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • ভুল, ত্রুটি বা তথ্য পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না।