আজ আমরা জানব জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ২য় টি- টুয়েন্টি সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর সম্পর্কে। ১ম টি- টুয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়েছে শ্রীলঙ্কা। ২য় ম্যাচে সিরিজ সমতায় আনতে ৬ সেপ্টেম্বর মাঠে নামবে জিম্বাবুয়ে। ২য় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করার জন্য লড়াই করবে শ্রীলঙ্কা। তাই ২য় ম্যাচ সমানে সমানে লড়াই করবে ২ দল। ১ম টি- টুয়েন্টিতে বেন কারানের ৮১ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৫ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। ২য় ইনিংসে জবাবে নেমে পাথুম নিসাঙ্কার ফিফটির পর কামিন্দু মেন্ডিসের ঝড় ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, রায়ান বার্ল, তাশিঙ্গা মুসেকিওয়া, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স, টিনোটেন্ডা মাপোসা, রিচার্ড নাগারাভা, মুজারাবানির আশীর্বাদ, ওয়েলিংটন মাসাকাদজা, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর, ক্লাইভ মাদানে, ট্রেভর গোয়ান্ডু।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
কুশল মেন্ডিস, চ্যারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, দুষণ হেমন্ত, দুষ্মন্ত চামিরা, মহীশ থীকশানা, নুয়ান তুষারা, চামিকা করুনারত্নে, দুনিথ ওয়েলালাগে, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, কামিল মিশারা, ভিশেন হালামবাগে।
জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ২য় টি- টুয়েন্টি সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৬ সেপ্টেম্বর | জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা | হারারে স্পোর্টস ক্লাব, হারারে | বিকাল ৫ টা ৩০ |

আমি মোঃ ওমর ফারুক আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে শিক্ষারত আমি লেখাপড়া পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি তাই ক্রিকেট লাভারদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা যেন তাদেরকে ক্রিকেট সম্পর্কিত সঠিক তথ্য জানাতে পারি।