বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী ২০২৫ প্রকাশিত হয়েছে। অক্টোবরে এশিয়া কাপ ২০২৫ শেষ হওয়ার পর শুরু হবে বাংলাদশ বনাম আফগানিস্তান সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে হবে এই ২ দেশের মধ্যকার সিরিজ। ৩ টি করে ওয়ানডে ও টি – টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সেপ্টেম্বর এ শুরু হবে এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ। সিরিজ টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিলো। এই সিরিজের সময়সূচী বিসিবি ( বাংলাদেশ ক্রিকেট বোর্ড ) পাঠিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে।
সময়সূচী অনুযায়ী প্রথমে হবে টি- টুয়েন্টি সিরিজ। তারপর হবে ওয়ানডে সিরিজ। ১ম টি -টুয়েন্টিতে ২ অক্টোবর মাঠে নামবে দুই দল। এরপর ২য় ম্যাচ ৪ অক্টোবর এবং ৩য় ম্যাচ ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
টি- টুয়েন্টি সিরিজ শেষ হলে ২ দিন এর বিরতি পাবে টাইগাররা। বিরতি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর ১ম ওয়ানডে ১১ অক্টোবর ২য় এবং ১৪ অক্টোবর হবে শেষ ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী
ফরম্যাট | তারিখ |
১ম টি- টুয়েন্টি | ২ অক্টোবর |
২য় টি- টুয়েন্টি | ৪ অক্টোবর |
৩য় টি- টুয়েন্টি | ৬ অক্টোবর |
১ম ওয়ানডে | ৯ অক্টোবর |
২য় ওয়ানডে | ১১ অক্টোবর |
৩য় ওয়ানডে | ১৪ অক্টোবর |
এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচী দেখানো হয়েছে
এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচী দেখানো হয়েছে

আমি মোঃ ওমর ফারুক আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে শিক্ষারত আমি লেখাপড়া পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি তাই ক্রিকেট লাভারদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা যেন তাদেরকে ক্রিকেট সম্পর্কিত সঠিক তথ্য জানাতে পারি।
Pingback: ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী ও স্কোয়াড - CricToo