আজ আমরা জানবো ২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দল ও দলগুলোর গ্রুপ সমূহ সম্পর্কে। ২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দল ও দলগুলোর গ্রুপ সমূহ প্রকাশিত হয়েছে। ভারত ও শ্রীলঙ্কা দুই দেশের যৌথ আয়োজনে হবে ২০২৬ সালের টি- টুয়েন্টি বিশ্বকাপ। ২০ টি দল নিয়ে হবে টি- টুয়েন্টি বিশ্বকাপ। চারটি গ্রুপ নিয়ে হবে ২০২৬ সালের টি- টুয়েন্টি বিশ্বকাপ।
২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দল
২০ টি দল অংশগ্রহণ করবে ২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপে। ২০২৬ সালের টি- টুয়েন্টি বিশ্বকাপের দল সমুহ যথাক্রমে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নেপাল, ওমান, কানাডা, ইতালি, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নামেবিয়া, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, আফগানিস্তান।
২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রুপ সমূহ
২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রুপ চারটি হবে। ৫ টি করে দল নিয়ে প্রতিটি গ্রুপ হবে। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ ২ টি দল সুপার ৮ খেলার যোগ্যতা অর্জন করবে।
| গ্রুপ- এ |
| ভারত |
| ইংল্যান্ড |
| কানাডা |
| নামেবিয়া |
| আয়ারল্যান্ড |
| গ্রুপ- বি |
| পাকিস্তান |
| জিম্বাবুয়ে |
| ইতালি |
| অস্ট্রেলিয়া |
| নেদারল্যান্ড |
| গ্রুপ-সি |
| দক্ষিণ আফ্রিকা |
| নিউজিল্যান্ড |
| শ্রীলঙ্কা |
| যুক্তরাষ্ট্র |
| ওমান |
| গ্রুপ- ডি |
| বাংলাদেশ |
| নেপাল |
| আফগানিস্তান |
| সংযুক্ত আরব আমিরাত |
| ওয়েস্ট ইন্ডিজ |
আরও জানুন
পাকিস্তান,শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ সময়সূচী
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সময়সূচী

আমি মোঃ ওমর ফারুক আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে শিক্ষারত আমি লেখাপড়া পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি তাই ক্রিকেট লাভারদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা যেন তাদেরকে ক্রিকেট সম্পর্কিত সঠিক তথ্য জানাতে পারি।


Pingback: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী - CricToo