আজ আমরা জানবো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী সম্পর্কে। ভারতের বিপক্ষে ৫ টি টি- টুয়েন্টি, ২ টি টেস্ট ও ৩ টি ওয়ানডে সিরিজ ম্যাচ খেলতে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ নভেম্বর ১ম টেস্টে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের ১০ টি স্টেডিয়ামে হবে সিরিজগুলোর সব ম্যাচ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ সময়সূচী
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ১৪ নভেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ইডেন গার্ডেন, কলকাতা | সকাল ১০ টা |
| ২২ নভেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি | সকাল ১০ টা |
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ সময়সূচী
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ৩০ নভেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি, ভারত | দুপুর ২ টা |
| ৩ ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, রায়পুর, ভারত | দুপুর ২ টা |
| ৬ ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ডাঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম, ভারত | দুপুর ২ টা |
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ৯ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | বারাবতী স্টেডিয়াম, কটক, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ১১ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর, চণ্ডীগড়, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ১৪ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালা, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ১৭ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ১৯ডিসেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
আরও জানুন
২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দল ও দলগুলোর গ্রুপ সমূহ
পাকিস্তান,শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ সময়সূচী

আমি মোঃ ওমর ফারুক আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে শিক্ষারত আমি লেখাপড়া পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি তাই ক্রিকেট লাভারদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা যেন তাদেরকে ক্রিকেট সম্পর্কিত সঠিক তথ্য জানাতে পারি।


Pingback: নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে টি- টুয়েন্টি ও টেস্ট সিরিজ সময়সূচী - CricToo