এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী মাসের ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫ এর এবারের আসর। এবার এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারনে খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই আসরের সবগুলো ম্যাচ আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এবারের আসরে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। দল গুলো যথাক্রমে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ও হংকং। এবারের আসরটি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত।
এশিয়া কাপের দল
এশিয়া কাপে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। দলগুলো যথাক্রমে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ও হংকং। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বাকি ৩ দল অংশগ্রহণ করবে এসিসি তিন শেষ করে।
এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দল
এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দল এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।এশিয়া কাপ ২০২৫ এ বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপ “বি” দল গুলোর সাথে মোকাবেলা করবে।যথাক্রমে গ্রুপের বাকি দল গুলো হলো শ্রীলঙ্কা,হংকং এবং আফগানিস্তান । বাংলাদেশের ম্যাচে মাঠে হংকং এর বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে ১১ সেপ্টেম্বর ।এর পর ১৩ এবং ১৬ তারিখ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার।
এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ ।
অতিরিক্ত খেলোয়াড়
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ
আরো পড়ুন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট
এশিয়া কাপ ২৫ এর গ্রুপ পর্ব
৮ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল প্রতিটি দলের সাথে ৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ এ এবং গ্রুপ বি তে ৪ টি করে দল থাকবে।
গ্রুপ এ
অবস্থান | দল | খেলা | জয় | হার | ফলাফল | পয়েন্ট | নেট রান রেট |
১ | ভারত | ০ | ০ | ০ | ০ | ০ | – |
২ | পাকিস্তান | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৩ | সংযুক্ত আরব আমিরাত | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৪ | হংকং | ০ | ০ | ০ | ০ | ০ | – |
গ্রুপ বি
অবস্থান | দল | খেলা | জয় | হার | ফলাফল | পয়েন্ট | নেট রান রেট |
১ | বাংলাদেশ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
২ | আফগানিস্তান | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৩ | শ্রীলঙ্কা | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৪ | ওমান | ০ | ০ | ০ | ০ | ০ | – |
সুপার ফোর
অবস্থান | দল | খেলা | জয় | হার | ফলাফল | পয়েন্ট | নেট রান রেট |
১ | এ- ১ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
২ | এ- ২ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৩ | বি- ১ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৪ | বি- ২ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
এশিয়া কাপ ২৫ সময়সূচী
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
আফগানিস্তান বনাম হংকং | ৯ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত | ১০সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
বাংলাদেশ বনাম হংকং | ১১সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
পাকিস্তান বনাম ওমান | ১২ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ১৩সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
ভারত বনাম পাকিস্তান | ১৪সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান | ১৫সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট |
শ্রীলঙ্কা বনাম হংকং | ১৫সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
বাংলাদেশ বনাম আফগানিস্তান | ১৬সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত | ১৭সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান | ১৮সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
ভারত বনাম ওমান | ১৯সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
সুপার ফোর | ২০সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
সুপার ফোর | ২১সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
সুপার ফোর | ২৩সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
সুপার ফোর | ২৪সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
সুপার ফোর | ২৫সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
সুপার ফোর | ২৬সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
ফাইনাল | ২৮সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | রাত ৮ টা |
ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন

আমি মোঃ ওমর ফারুক আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে শিক্ষারত আমি লেখাপড়া পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি তাই ক্রিকেট লাভারদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা যেন তাদেরকে ক্রিকেট সম্পর্কিত সঠিক তথ্য জানাতে পারি।
Pingback: নারী বিশ্বকাপ ২০২৫ সময়সূচী - CricToo
Pingback: জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ২য় টি- টুয়েন্টি সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর - CricToo
Pingback: বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী ২০২৫ - CricToo
Pingback: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপে সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর - CricToo